Wellcome to National Portal
যুব উন্নয়ন অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ ফেব্রুয়ারি ২০১৮

মহাপরিচালকের জীবন বৃত্তান্ত

মোঃ আনোয়ার হোসেন

মহাপরিচালক

যুব উন্নয়ন অধিদপ্তর

সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ আনোয়ার হোসেন গত ০২-১১-২০১৭ তারিখে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে যোগদান করেন। তিনি গত ২০-১১-২০১৭ তারিখ দায়িত্বভার গ্রহণ করেছেন। এ পদে যোগদানের পূর্বে তিনি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে পরিচালক (জরিপ) হিসেবে দীর্ঘ ৫ বৎসরের অধিক সময় দায়িত্ব পালন করেন। এ সময় তিনি বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক সীমানা নির্ধারণ ও ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। স্থল সীমানা চুক্তি ১৯৭৪ এবং ২০১১ সালে স্বাক্ষরিত প্রোটোকল অনুযায়ী বাংলাদেশ ও ভারতের মধ্যে অমীমাংশিত সীমানা নির্ধারণ, ছিটমহল ও অপদখলীয় ভূমি বিনিময়ের মূল দায়িত্বে নিয়োজিত ছিলেন এবং সাফল্যজনকভাবে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর পূর্বে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব, জেলা প্রশাসক, নড়াইল, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বান্দরবান জেলায় কর্মরত ছিলেন। এছাড়া তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উপ-পরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, পাবনা সদর, বকশীগঞ্জ ও দশমিনা উপজেলায় নির্বাহী অফিসার হিসেবেও কাজ করেছেন। থানা ম্যাজিষ্ট্রেট, বানারীপাড়া, এল,এ,ও ঢাকা এবং দুর্নীতি দমন কর্মকর্তা হিসেবেও তিনি দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

জনাব মোঃ আনোয়ার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ১৯৮১ সানে ইতিহাসে বি,এ (সম্মান) এবং ১৯৮২ সনে এম,এ ডিগ্রী অর্জন করেন। ব্যক্তিগতবাবে তিনি একজন ক্রীড়া প্রেমী ও ক্রীড়াবিদ হিসেবে পরিচিত। সরকারী দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি থাইল্যাণ্ড, সিংগাপুর, মালয়েশিয়া, কোরিয়া, সৌদিআরব, জার্মানী, নেদারল্যান্ড, লুক্সেমবার্ণ, সুইজারল্যাণ্ড ও ভারতের দিল্লীসহ অনেক রাজ্যে ভ্রমণ করেছেন। তিনি বরগুনা জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।