Wellcome to National Portal
যুব উন্নয়ন অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ জুলাই ২০২২

প্রশিক্ষণ শাখার কার্যক্রম

 

 

           বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে আমাদের বিশাল যুবসমাজকে উন্নয়ন ও প্রবৃদ্ধির মূল চালিকাশক্তির ভূমিকায় অবতীর্ণ করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখেই যুব ‍উন্নয়ন অধিদপ্তর দেশব্যাপী কর্মপ্রত্যাশী যুবক ও যুবনারীদের জন্য SDG এর লক্ষ্যমাত্রা ৮.৬ অনুযায়ী বিভিন্ন ধরণের কর্মমূখী প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। যুব উন্নয়ন অধিদপ্তর শুরু থেকে জুন, ২০২২ পর্যন্ত মোট ৬৭,৬৫,০৪৯ জন যুবকে প্রশিক্ষণ প্রদান করেছে। তন্মধ্যে ডিসেম্বর, ২০২১ পর্যন্ত  ২৩,০২,২৯৬ জন আত্মকর্মী হয়েছে। যাদের মাসিক আয়সীমা ৪৫০০/- থেকে ১,০০,০০০/- পর্যন্ত। ৮ম পঞ্চবার্ষিকী (২০২০-২০২১ হতে ২০২৪-২০২৫ পর্যন্ত) অনুযায়ী প্রশিক্ষণ লক্ষ্যমাত্রা ১৯,২৫,০০০ জন। 

২০২২-২৩ অর্থ বছরে প্রশিক্ষণ লক্ষ্যমাত্রা-২,৭৪,১২২ জন ।   

 

প্রশিক্ষণের উদ্দেশ্যঃ

  • বেকার যুবক ও যুবনারীদের আধুনিক প্রযুক্তিতে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে কর্মমূখী সক্ষমতা বৃদ্ধি করা।
  • যুবদের স্ব-কর্মসংস্থান সৃজনে উপযোগী করে গড়ে তোলা।
  • বিশ্বায়নের সাতে সংগঠিত রেখে যুবদের দেশ-বিদেশের শ্রমবাজারের উপযোগী দক্ষ মানবসম্পদে পরিনত করা।
  • যুবদের মাঝে জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন সাধন করা।

 

প্রশিক্ষণ গ্রহণের সুবিধাদিঃ

  • মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পাহাড়ী, নৃ-গোষ্টি, হিজড়া, অটিস্টিক যুবক/যুবনারীদের ভর্তি ফি ব্যতিত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যুব প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রত্যেক যুবকে দৈনিক ১০০/- হারে যাতায়াত ভাতা প্রদান করা হয়।
  • অনলাইন প্রশিক্ষণের সুযোগঃ

ভার্মি কম্পোস্ট/কেঁচো সার উৎপাদন, গরু মোটাতাজাকরণ, স্বল্প পুঁজিতে কোয়েল পালন, স্ক্রীণ প্রিন্টিং, পশুর চামড়া ছাড়ানো এবং মাছের মিশ্রচাষ।

( ভিডিও দেখতে ভিজিট করুন  www.dyd.gov.bd  এর  ই-সেবা মেনু)

  • আবাসিক প্রশিক্ষণ কোর্সসমূহে প্রশিক্ষণ ভাতা প্রদান।
  • অনাবাসিক প্রশিক্ষণ কোর্সসমূহে (প্রয়োজনে) বিনামূল্যে আবাসন সুবিধা।
  • প্রশিক্ষণ কেন্দ্রে যুবনারীদের নিরাপদ আবাসিক ব্যবস্থা।
  • ঘরে বসে অনলাইন প্রশিক্ষণ।
  • প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান যা যুব ঋণ প্রাপ্তিতে যোগ্যতা হিসেবে বিবেচিত।

 

যুব উন্নয়ন  অধিদপ্তর কর্মপ্রত্যাশী যুবদের জন্য দু’ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকে।

 

০১।     প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণঃ

১-৬মাস মেয়াদী প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ৪১টি ট্রেডে ৬৪টি জেলা কার্যালয়ে অনাবাসিক এবং ৬৪টি যুব প্রশিক্ষণ কেন্দ্রে আবাসিকভাবে পরিচালনা করা হয়। 

০২।     অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণঃ

১০টি মেট্রোপলিটন থানাসহ ৪৯৮টি উপজেলায় ৭-২১দিন মেয়াদী অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ৪২টি ট্রেডে স্থানীয় চাহিদারভিত্তিতে পরিচালনা করা হয়।   

 

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্সসমূহঃ

    

ক)  প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচির আওতাভুক্ত কোর্সসমূহঃ

    

i)   সকল জেলায় পরিচালিত প্রাতিষ্ঠানিক অনাবাসিক/আবাসিক প্রশিক্ষণ কোর্সসমূহঃ

     অধিদপ্তরের নিজস্ব রিসোর্স দ্বারা পরিচালিতঃ

নং

প্রশিক্ষণের নাম

মেয়াদ

ভর্তি ফি

কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এ্যাপ্লিকেশন

০৬ মাস / ৪৮০ কর্মঘণ্টা

১০০০/-(এক হাজার) টাকা

প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন

০৬ মাস / ৪৮০ কর্মঘণ্টা

১০০০/-(এক হাজার) টাকা

মডার্ন অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপ্লিকেশন(৩৭টি জেলায়)

০৬ মাস / ৪৮০ কর্মঘণ্টা

৫০০/-(পাঁচশত) টাকা

ইলেকট্রিক্যাল এন্ড হাউজওয়্যারিং

০৬ মাস / ৪৮০ কর্মঘণ্টা

৩০০/-(তিনশত) টাকা

ইলেকট্রনিক্স প্রশিক্ষণ

০৬ মাস / ৪৮০ কর্মঘণ্টা

৩০০/-(তিনশত) টাকা

রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং

০৬ মাস / ৪৮০ কর্মঘণ্টা

৩০০/-(তিনশত) টাকা

পোশাক তৈরী

০৩ মাস / ১৮০ কর্মঘণ্টা

৫০/-(পঞ্চাশ) টাকা

ব্লক, বাটিক ও স্ক্রীণ প্রিন্টিং  (১০টি জেলায়)

০৪ মাস / ২২৫ কর্মঘণ্টা

৫০/-(পঞ্চাশ) টাকা

মৎস্য চাষ (আবাসিক/অনাবাসিক)

০১ মাস / ১৩২ কর্মঘণ্টা

৫০/-(পঞ্চাশ) টাকা

১০

মোবাইল ফোন সার্ভিসিং এন্ড রিপেয়ারিং(আবাসিক)

০১ মাস / ১৩২ কর্মঘণ্টা

১০০/-(একশত) টাকা

১১

গবাদিপশু, হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ (৬৪টি জেলায়-আবাসিক)

০৩ মাস / ৪৮০ কর্মঘণ্টা

১০০/-(এতশত) টাকা

 

ii)   জেলার চাহিদা অনুযায়ী পরিচালিত প্রাতিষ্ঠানিক আবাসিক/অনাবাসিক প্রশিক্ষণ কোর্সসমূহঃ

 

প্রাণীসম্পদ বিষয়কঃ

ক্রঃ নং

প্রশিক্ষণের নাম

মেয়াদ

ভর্তি ফি

দুগ্ধবতী গাভী পালন ও গরু মোটাতাজাকরণ (আবাসিক)

০১ মাস / ১৩২ কর্মঘণ্টা

১০০/-(একশত) টাকা।

দুগ্ধজাত দ্রব্যাদি উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণ (আবাসিক)

মুরগী পালন ব্যবস্থাপনা, মাংস প্রক্রিয়াজাতকরণ ও বিপণন (আবাসিক)

ছাগল, ভেড়া, মহিষ পালন এবং গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা (আবাসিক)

 

মৎস্য চাষ বিষয়কঃ

ক্রঃ নং

প্রশিক্ষণের নাম

মেয়াদ

ভর্তি ফি

চিংড়ি ও কাঁকড়া চাষ, বিপণন ও বাজারজাতকরণ (আবাসিক)

০১ মাস / ১৩২ কর্মঘণ্টা

১০০/-(একশত) টাকা।

মৎস্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ (আবাসিক)

Fish Value addition (Fish finger, Fish balls, Noodles, fish powder, fish chatnee)  (আবাসিক)

 

কৃষি বিষয়কঃ

ক্রঃ নং

প্রশিক্ষণের নাম

মেয়াদ

ভর্তি ফি

অর্নামেন্টাল প্নান্ট উৎপাদন, বনসাই ও ইকেবানা (আবাসিক) 

০১ মাস / ১৩২ কর্মঘণ্টা

১০০/-(একশত) টাকা।

কৃষি ও হর্টিকালচার বিষয়ক (আবাসিক)

ফুল চাষ, পোষ্ট হারভেষ্ট ম্যানেজমেন্ট এবং বাজারজাতকরণ  (আবাসিক)

নার্সারী ও ফল চাষ ব্যবস্থাপনা  (আবাসিক)

মাশরুম ও মৌচাষ বিষয়ক (আবাসিক)

বাণিজ্যিক একুয়াপোনিক্স (আবাসিক)

কৃষি যন্ত্রপাতি মেরামত(আবাসিক)।

 

ফ্রি ল্যান্সি:

ক্রঃ নং

প্রশিক্ষণের নাম

মেয়াদ

ভর্তি ফি

ফ্রি ল্যান্সিং/আউটসোসিং

০১ মাস / ১৮০ কর্মঘণ্টা

৫০০/-(পাঁচশত) টাকা

ফ্যাশন ডিজাইন:

ক্রঃ নং

প্রশিক্ষণের নাম

মেয়াদ

ভর্তি ফি

ফ্যাশন ডিজাইন

০৩ মাস / ১৩২ কর্মঘণ্টা

৫০০/-(পাঁচশত) টাকা

 

ওভেন সুইং মেশিন অপারেটিং:

ক্রঃ নং

প্রশিক্ষণের নাম

মেয়াদ

ভর্তি ফি

ওভেন সুইং মেশিন অপারেটিং

০২ মাস / ৩২৪ কর্মঘণ্টা

৫০/-(পঞ্চাশ) টাকা

 

ব্লক প্রিন্টিং:

ক্রঃ নং

প্রশিক্ষণের নাম

মেয়াদ

ভর্তি ফি

ব্লক প্রিন্টিং

০১ মাস / ১৩২ কর্মঘণ্টা

৫০/-(পঞ্চাশ) টাকা

 

বাটিক প্রিন্টি:

ক্রঃ নং

প্রশিক্ষণের নাম

মেয়াদ

ভর্তি ফি

বাটিক প্রিন্টি

০১ মাস / ১৩২ কর্মঘণ্টা

৫০/-(পঞ্চাশ) টাকা

 

স্ক্রীণ প্রিন্টিং:

ক্রঃ নং

প্রশিক্ষণের নাম

মেয়াদ

ভর্তি ফি

স্ক্রীণ প্রিন্টিং

০১ মাস / ১৩২ কর্মঘণ্টা

৫০/-(পঞ্চাশ) টাকা

 

ব্যানানা ফাইবার এক্সট্রাক্ট :

বিশেষজ্ঞ রিসোর্স পার্সন দ্বারা পরিচালিতঃ

 

ফুড এন্ড বেভারেজ প্রডাকশন সার্ভিস (ক্যাটারিং):

ক্রঃ নং

প্রশিক্ষণের নাম

মেয়াদ

ভর্তি ফি

ক্যাটারিং বিষয়ক প্রশিক্ষণ

০৪ মাস / ৩৬০ কর্মঘণ্টা

১০০০/-(এক হাজার) টাকা

 

টুরিস্ট গাইড:

ক্রঃ নং

প্রশিক্ষণের নাম

মেয়াদ

ভর্তি ফি

টুরিস্ট গাইড

০২ মাস / ১৩২ কর্মঘণ্টা

৫০০/-(পাঁচশত) টাকা

 

হাউজকিপিং এন্ড লন্ড্রি অপারেশন:

ক্রঃ নং

প্রশিক্ষণের নাম

মেয়াদ

ভর্তি ফি

হাউজকিপিং, লন্ড্রি অপারেশন এন্ড কমিউনিকেটিভ েইংলিশ

০৩ মাস / ৩৬০ কর্মঘণ্টা

৫০০/-(পাঁচশত) টাকা

 

 

ফ্রন্ট ডেস্ক ম্যানেজমেন্ট:

ক্রঃ নং

প্রশিক্ষণের নাম

মেয়াদ

ভর্তি ফি

ফ্রন্ট ডেস্ক ম্যানেজমেন্ট

০২ মাস / ১৩২ কর্মঘণ্টা

৫০০/-(পাঁচশত) টাকা

 

ইনটেরিয়র ডেকোরেশন:

ক্রঃ নং

প্রশিক্ষণের নাম

মেয়াদ

ভর্তি ফি

ইনটেরিয়র ডেকোরেশন

০১ মাস / ১৩২ কর্মঘণ্টা

৫০০/-(পাঁচশত) টাকা

 

বিউটিফিকেশন এন্ড হেয়ার কাটি:

ক্রঃ নং

প্রশিক্ষণের নাম

মেয়াদ

ভর্তি ফি

বিউটিফিকেশন এন্ড হেয়ার কাটিং

০১ মাস / ১৩২ কর্মঘণ্টা

১০০/-(একশত) টাকা

 

আরবী ভাষা শিক্ষা:

ক্রঃ নং

প্রশিক্ষণের নাম

মেয়াদ

ভর্তি ফি

আরবী ভাষা শিক্ষা

০১ মাস / ১৩২ কর্মঘণ্টা

১০০/-(একশত) টাকা

 

ইংরেজী ভাষা শিক্ষা:

ক্রঃ নং

প্রশিক্ষণের নাম

মেয়াদ

ভর্তি ফি

ইংরেজী ভাষা শিক্ষা

০১ মাস / ১৩২ কর্মঘণ্টা

১০০/-(একশত) টাকা

 

সেলসম্যানশীপ:

ক্রঃ নং

প্রশিক্ষণের নাম

মেয়াদ

ভর্তি ফি

সেলসম্যানশীপ

০২ মাস / ১৩২ কর্মঘণ্টা

৫০০/-(পাঁচশত) টাকা

 

ক্লিয়ারিং ফরওয়ার্ডিং:

ক্রঃ নং

প্রশিক্ষণের নাম

মেয়াদ

ভর্তি ফি

ক্লিয়ারিং ফরওয়ার্ডিং

০১ মাস / ৪২ কর্মঘণ্টা

১০০/-(একশত) টাকা

 

চামড়াজাত পণ্য তৈরী:

ক্রঃ নং

প্রশিক্ষণের নাম

মেয়াদ

ভর্তি ফি

চামড়াজাত পণ্য তৈরী

০১ মাস / ৮৮ কর্মঘণ্টা

১০০/-(একশত) টাকা।

 

পাটজাত পণ্য তৈরী:

ক্রঃ নং

প্রশিক্ষণের নাম

মেয়াদ

ভর্তি ফি

পাটজাত পণ্য তৈরী

০১ মাস / ৮৮ কর্মঘণ্টা

১০০/-(একশত) টাকা

 

হোম ফ্যাশন:

ক্রঃ নং

প্রশিক্ষণের নাম

মেয়াদ

ভর্তি ফি

হোম ফ্যাশন

০১ মাস / ৮৮ কর্মঘণ্টা

১০০/-(একশত) টাকা

 

আত্মকর্মী থেকে উদ্যোক্তা:

ক্রঃ নং

প্রশিক্ষণের নাম

মেয়াদ

ভর্তি ফি

আত্মকর্মী থেকে উদ্যোক্তা

০৫ দিন / ১৫ কর্মঘণ্টা

-

 

ইয়ুথ লিডারশীপ:

ক্রঃ নং

প্রশিক্ষণের নাম

মেয়াদ

ভর্তি ফি

ইয়ুথ লিডারশীপ

০৪ দিন / ১২ কর্মঘণ্টা

-

 

 

iii)    যৌথ উদ্যোগে পরিচালিত প্রশিক্ষণ কোর্সসমূহঃ

      সোয়েটার নিটিং, (এমওইউ’র মাধ্যমে):

ক্রঃ নং

প্রশিক্ষণের নাম

মেয়াদ

ভর্তি ফি

সোয়েটার নিটিং, (এমওইউ’র মাধ্যমে)

০১ মাস / ১৩২ কর্মঘণ্টা

-

 

লিংকিং মেশিন অপারেটিং(এমওইউ’র মাধ্যমে):

ক্রঃ নং

প্রশিক্ষণের নাম

মেয়াদ

ভর্তি ফি

লিংকিং মেশিন অপারেটিং(এমওইউ’র মাধ্যমে)

০১ মাস / ১৩২ কর্মঘণ্টা

-

 

সংক্ষিপ্ত হাউজকিপিং বিষয়ক (এমওইউ’র মাধ্যমে):

ক্রঃ নং

প্রশিক্ষণের নাম

মেয়াদ

ভর্তি ফি

সংক্ষিপ্ত হাউজকিপিং বিষয়ক (এমওইউ’র মাধ্যমে)

০১ মাস / ১৩২ কর্মঘণ্টা

-

 

iv)   মোবাইল ভ্যানে পরিচালিত প্রশিক্ষণ কোর্সঃ

গ্রামীণ যুবদের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ:

ক্রঃ নং

প্রশিক্ষণের নাম

মেয়াদ

ভর্তি ফি

গ্রামীণ যুবদের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ

০১ মাস / ১৩২ কর্মঘণ্টা

-

খ)  অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচির আওতাভূক্ত কোর্সসমূহঃ

অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সসমূহের আওতায় স্থানীয় চাহিদার ভিত্তিতে বিভিন্ন ট্রেডে বেকার যুবদের ০৭দিন থেকে ২১দিন মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হয়। উপজেলা পর্যায়ে এ প্রশিক্ষণ কোর্স পরিচালনা করা হয়ে থাকে। এ কোর্সের আওতায় পরিচালিত প্রশিক্ষণ কোর্সসমূহঃ 

কোর্সের মেয়াদঃ ৭/১৪/২১ দিন (১৮/৩৬/৫৪ কর্মঘণ্টা)।

ক্রঃ নং

প্রশিক্ষণের নাম

পারিবারিক হাঁস-মুরগী পালন 

ব্রয়লার ও ককরেল পালন

বাড়ন্ত মুরগি পালন

ছাগল পালন

গরু মোটাতাজাকরণ 

পারবিারকি গাভী পালন

পশু-পাখীর খাদ্য প্রস্তুত ও বাজারজাতকরণ

পশু-পাখীর রোগ ও তার প্রতিরোধ

কবুতর পালন

১০

চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ 

১১

মৎস্য চাষ

১২

সমন্বিত মৎস্য চাষ

১৩

মৌসুমী মৎস্য চাষ

১৪

মৎস্য পোনা চাষ (ধানী পোনা)

১৫

মৎস্য হ্যাচারী

১৬

প্লাবন ভূমিতে মৎস্য চাষ

১৭

গলদা ও বাগদা চিংড়ি চাষ

১৮

শুটকী তৈরী ও সংরক্ষণ

 



COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon