Wellcome to National Portal
যুব উন্নয়ন অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ সেপ্টেম্বর ২০২১

আত্মকর্ম ও প্রকাশনা শাখা

 

 

প্রকাশনা  শাখার কার্যক্রমের সংক্ষিপ্ত তথ্য

 

যুব প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান প্রকল্প  ১৯৯৫ সালে রাজস্বখাতে স্থানান্তরের পর আত্মকর্ম ও প্রকাশনা শাখার যাত্রা শুরু হয়। আত্মকর্ম ও প্রকাশনা শাখাটি সেই থেকে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন শাখার/কর্মসূচির ফরমস, রেজিষ্টার , পাশবই ও সনদপত্র সহ জাতীয় যুব দিবসের প্রকাশনাসমূহ  মুদ্রণ ও প্রকাশ করে আসছে। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানাদির তথ্য চিত্র সংগ্রহ পূর্বক প্রচার করে যাচ্ছে। বর্তমানে এই শাখায় নিম্মোক্ত কাজগুলি সম্পাদিত হচ্ছেঃ

 

নং

বিবরণ

১।

যুব কার্যক্রমের উপর ত্রৈমাসিক যুববার্তার তথ্য সংগ্রহ ও প্রকাশ এবং প্রচার।

২।

যুব উন্নয়নের উপর টিভিস্পট/শর্ট ফিল্ম নির্মাণ ও প্রচার।

৩।

রাজস্ব খাতের প্রশিক্ষণ সনদপত্র মুদ্রণ।

৪।

তথ্য অবমুক্তকরণ নির্দেশিকা প্রকাশ।

৫।

জাতীয় যুব দিবসের প্রকাশনা সমূহ মুদ্রণ ও প্রচার।

৬।

সার্বিক যুব কার্যক্রমের উপর ব্রুশিয়র প্রকাশ।

৭।

জাতীয় যুব দিবস উপলক্ষে স্মরণিকা প্রকাশ।

৮।

যুব সংগঠণ ও আত্মকর্মসংস্থানে  সফল যুবদের সাফল্য গাঁথা প্রকাশ।

৯।

জাতীয় যুব দিবস উপলক্ষে জাতীয় দৈনিক সমূহে ক্রোড়পত্র প্রকাশ।

১০।

জাতীয় যুব দিবস উপলক্ষে ফোল্ডার স্টিকার ও পোস্টার মুদ্রণ।

১১।

জঙ্গিবাদ ও অবৈধ পথে বিদেশ গমন বিরোধী শ্লোগান ম্যাগাজিন ও পত্রিকায় প্রচার ।

১২।

ডিজিটাল/উন্নয়ন মেলার সকল প্রকাশনার মেটার  প্রস্তুত ও প্রচার।

১৩।

কর্তৃপক্ষের নির্দেশে বিভিন্ন প্রকাশনা প্রকাশ।

১৪।

যুব বার্তার প্রতি তিনমাস অন্তর অন্তর প্রকাশিত সংখ্যার ধারাবাহিকক্রম পরিবর্তন।

১৫।

সিটিজেন চার্টার নিয়মিত হালনাগাদ করা ও প্রচার।